+880 (2) 48950729(Ext.101)Main Campusএশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ট্রেজারার, বহুগ্রন্থেও লেখক, গবেষক ও সমাজসেবক মরহুম আল্লামা আব্দুল খালেক ও তাঁর সহধর্মিণী মরহুমা আয়েশা খাতুন স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

এইউবির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এইউবির ট্রেজারার এড. আবুল কালাম আজাদ, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জনাব সালেহা সাদেক, কলা অনুষদের ডিন ড. মোঃ মহসিন উদ্দিন, বিশিষ্ট গবেষক মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।

সভায় বক্তাগণ মরহুম আল্লামা আব্দুল খালেক এর বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Back to Top